বেপরোয়া মানুষদের বিধিনিষেধ সম্পর্কে সচেতন করতে পুলিশকে সঙ্গে নিয়ে রাস্তায় মহকুমাশাসক

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১৮ মেঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, বার্নপুর , কুলটি সহ গোটা জেলায় বেলাগাম করোনা। জেলায় আক্রান্তর সংখ্যায় লাগাম টানা যাচ্ছে না। গড়ে প্রতিদিন তিন থেকে পাঁচজন করে করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। সংক্রমিত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে । রাজ্য সরকারের তরফে কার্যত লকডাউন ঘোষণা হওয়ার পরেও বিনা প্রয়োজনে ও অকারণে রাস্তায় অনেকেই দুচাকা ও চারচাকা গাড়ির নিয়ে বেরিয়ে পড়ছেন। সেই কারণে বিধিনিষেধ নিয়ে সতর্ক করতে মঙ্গলবার পুলিশকে সঙ্গে নিয়ে আসানসোল শহরের রাস্তায় নামলেন আসানসোলের মহকুমাশাসক ( সদর) অভিঞ্জান পাঁজা।


তিনি এদিন জিটি রোডের ভগৎ সিং মোড়ে যাতায়াত করা সব গাড়ু থামিয়ে চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের কাগজ দেখে প্রয়োজন বুঝে তাদেরকে ছাড়েন। যে বা যারা গাড়ি নিয়ে বেরোনোর সঠিক কারণ বলতে পারেননি, তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়ার পাশাপাশি সতর্ক করেন। এই প্রসঙ্গে আসানসোলের মহকুমাশাসক অভিজ্ঞান পাঁজা বলেন, লকডাউনের মধ্যে অনেকে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাইরে বার হয়েছেন। তাদেরকে সচেতন ও সাবধান করা হচ্ছে। এরপরেও তারা যদি আগামীদিনে একই কাজ করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি মানবেন্দ্র দাস বলেন, বেশীরভাগ লোক বিনা প্রয়োজনে রাস্তায় বার হচ্ছেন। তাদেরকে সাবধান করার পাশাপাশি বিনা হেলমেটে মোটরসাইকেল চালানোর কারণে টোকোন ফাইন কাটা হচ্ছে। মুলতঃ সচেতন করার উদ্দেশ্যে। এর পাশাপাশি মঙ্গলবার সকালে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। সব কাগজপত্র দেখার পরেই গাড়িগুলোকে ছাড়া হয়।