ASANSOLASANSOL-BURNPUR

বার্নপুরে জাম্বো Covid Hospital ভার্চুয়ল উদ্বোধন করলেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়,ISP CEOএবং আসানসোল দক্ষিণ বিধায়ক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ভার্চুয়াল মাধ্যমে (SAIL) ISP দ্বারা নির্মিত বার্নপুর নিউ টাউনে জাম্বো কোভিড হাসপাতালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। বুধবার ভার্চুয়াল মাধ্যমে হাসপাতাল উদ্বোধনের সময় একইসঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়, SAIL Chairperson Soma Mondal, আইএসপি সিইও এভি কমলাকর, আসানসোল দক্ষিণের নবনির্বাচিত বিধায়ক অগ্নিমিত্রা পল, আইএসপি-র ইডি ওয়ার্কস একে সিং, ইডি পার্সোনাল অনুপ কুমার, সিজিএম সুস্মিতা রায়, সিজিএম দেবব্রত ঘোষ সহ ইস্কোর অন্যান্য আধিকারিকরা।

করোনার রোগীদের জন্য জাম্বো হসপিটাল (Jumbo Hospital) তৈরির জন্য সেল আইএসপি কর্তৃক নিউ টাউনের ছোটাদিঘারি বিদ্যাপীঠ স্কুলটি নেওয়া হয়। হাসপাতালে র‌্যাম্প থেকে শুরু করে, অক্সিজেন কন্ট্রোল ইউনিট, অক্সিজেন সিলিন্ডার রিফিলিং পয়েন্ট তৈরি করা হয়েছে। হাসপাতালে সর্বদা অক্সিজেনের ২০ টি সিলিন্ডারের স্টক থাকবে। হাসপাতালের আপৎকালীন সুবিধার জন্য অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালের বাইরে রাস্তা সংস্কার সহ অন্যান্য কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এটি উল্লেখ করার মতো যে, আসানসোল ও দুর্গাপুরে যুদ্ধেকালীন তৎপরতায় এ জাতীয় হাসপাতাল (কোভিড হাসপাতাল) নির্মাণ করেছে SAIL। বর্তমানে ২০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মিত হয়েছে। উভয় জায়গায় ৫০০-৫০০ শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *