MAITHON পর্যটকদের আনাগোনা নেই,তাই বন্ধ রয়েছে রুজিরুটি, মাথায় হাত নৌকা চালকদের
বেঙ্গল মিরর, কৌশিক মুখার্জী,মাইথন/সালানপুর:-রাজ্যের পর্যটন স্থানের মানচিত্রের অন্যতম পর্যটন কেন্দ্র ডিভিসির জলাধার মাইথন (MAITHON) ডাম্প।আর এই জলাধারকে ঘিরে সারা বছর ধরে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে।আর পর্যটকদের ভরসায় সংসার চলে নৌকা চালক থেকে শুরু করে মাইথনের সমস্ত রকম ব্যাবসায়ীদের।কিন্তু লকডাউনের আর করোনার গ্রাস মাইথন জলা ধারের চেহারা বদলে দিয়েছে।পর্যটকহীন হয়েছে মাইথন জলা ধার।তবে করোনার গ্রাস আর লকডাউন যে শুধুমাত্র মাইথনের ছবি কে বদলে দিয়েছে তা নয়।
বিশেষ করে মাইথনের এই জলা ধারের নৌকো চালকরা চরম সমস্যার সম্মুখীন হয়েছে।একদিকে পর্যটক নেই,তাই নেই রোজগার অন্যদিকে মাইথন জলাধারের জলের উপরে সারি সারি নৌকো আর দাঁড়িয়ে থাকা বোট ক্ষতির মুখে পড়ছে প্রতিদিন প্রতিনিয়ত।
মাইথনের এক নৌকো চালকের বক্তব্য এই মাইথনে পর্যটকদের ভরসায় সবার সংসার চলে।আর লকডাউনের জেরে পর্যটকদের আগমন রয়েছে বন্ধ তাই নৌকা রয়েছে দাঁড়িয়ে,রোজগার হয়েছে বন্ধ খাবো কি ভাবতে হচ্ছে।তার উপরে এত পরিমাণে ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে,জলে নৌকা দাঁড়িয়ে থেকে নষ্ট হচ্ছে নৌকা ও স্পীড বোড গুলি।
তাই আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ এই সময়ে আমাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করতে ও পাশে থাকতে। কারণ প্রায় মাইথনে (maithon)রয়েছে প্রায় ৬০০টি নৌকা আর নৌকার উপর ভরসা করে প্রায় ১২০০ পরিবার চালোনা হয়।কিন্তু রোজগার নেই বলে মাছ ধরে সবজি বিক্রি করে কোনো রকমে সংসার চালোনা করার চেষ্টা করছে সবাই কিন্তু এই দিয়ে পরিবার চালোনা হচ্ছে না।