LatestPoliticsWest Bengal

Narada শুনানি আজ হাইকোর্টে হচ্ছে না, হেফাজতেই থাকতে হবে ৪ হেভিওয়েটদের

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : Narada Case সংক্রান্ত শুনানি কলকাতা হাইকোর্টে আজ আর হবে না। হাইকোর্ট কর্তৃক একটি নির্দেশ জারি করা সূচনা দেওয়া হয় যে অনিবার্য কারণবশত: কলকাতা হাইকোর্টে আজ ফার্স্ট ডিভিশন বেঞ্চ বসবে না। এই বেঞ্চে নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে আজও নেতারা জামিন পাবেন না।হেফাজতেই থাকতে হবে ৪ হেভিওয়েটকে।

উল্লেখযোগ্য যে , বুধবার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের সামনে প্রায় আড়াই ঘন্টা শুনানি হয়। এসময় সিবিআইয়ের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা এবং অভিযুক্তের পক্ষে অভিষেক মনু সিংভি এবং অন্যরা তাদের যুক্তি উপস্থাপন করেন।
আগামীকাল এ বিষয়ে আবার শুনানি হবে। ততক্ষণ পর্যন্ত দুই মন্ত্রীসহ চার নেতাকে সংশোধনাগারে থাকতে হবে। হেফাজতেই থাকতে হবে ৪ হেভিওয়েটকে।লক্ষণীয় বিষয় হল, অসুস্থ থাকায় তিন নেতা বর্তমানে এস এস কে এম হাসপাতালে ভর্তি রয়েছেন।

narada

Leave a Reply