ASANSOLBengali NewsKULTI-BARAKARNews

শিল্পাঞ্চলে আবার ধস, ক্ষতিগ্রস্ত প্রায় 30 টি বাড়ি

বেঙ্গল মিরর, সৌমিত্র গাঙ্গুলী, কুলটি ঃ- আসানসোলের কুলটি থানার অন্তর্গত বাড়িরা মুচিপাড়া এলাকাতে ধস !ধসের ফলে বসে যাই বেশকয়েকটি বাড়ি ও ফাটল দেখা যাই !অভিযোগ বি সি সি এল এর (BCCL) দামাগরিয়া খোলামুখ খনির কয়লা উত্তলনের ফলে ব্লাস্টিং করার ফলে এই ধস বলে অনুমান !ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গীফাঁড়ির পুলিশ ও বিসিসিএলের সার্ভে টিম ধস এলাকাতে বসে যাওয়ার বাড়ি ঘর ও যেসব বাড়ি ঘর গুলি ফাটল হয়েছে সেগুলি সার্ভে করে বি সিএল কতৃপক্ষ !

এলাকায় আতঙ্ক প্রায় 200 টি পরিবার বসবাস করে এলাকাটিতে!এলাকায় আতঙ্ক !ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দের দাবি অবিলম্বে ক্ষতিপূরণ সোহো পুনর্বাসন দিতে হবে !কারণ এখানে থাকা প্রতিমুহূর্তে বিপদ !প্ৰশাসন থেকে পরিবার গুলিকে আপাতত অনত্র সরানোর বেবস্থা !এবং সূত্রে খবর পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিয়ে খুব শিগ্রহি বি সি সি এল এর সাথে প্ৰশাসন ও গ্রামবাসীদের আলোচনা করা হয় ! কুলটি ব্লক তীর্নমুলের যুব সভাপতি শুভাশিস মুখার্জী বলেন যে এই এলাকাতে আগেও এইরকম ধস হয়েছিল !অবিলম্বে ক্ষতিপূরণ ও পুনর্বাসন দিতে হবে !বি সি সি এল এখানে ব্যবসা করছে কারণ কয়লাউত্তোলন সংস্থা যে ভাবে ব্লাস্টিং করে তার ফলে এই ধস !কারণ কোনো সি এস আর প্রকল্পের কোনো কাজকরছেনা বলে জানান !

read also করোনা পরিস্থিতিতে ২ টি সেফ হোম, ৬ টি অ্যাম্বুলেন্সের উদ্বোধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *