BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

সেফ হোমে খাদ্য সামগ্রী দিয়ে গেলেন রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা

বেঙ্গল মিরর,কাজল মিত্র :- সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস ও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় এর উদ্যোগে রূপনারায়ানপুর আইটিআই শিক্ষা কেন্দ্রে গড়ে উঠছে সেফ হোম আর এই সেফ হোমে প্রথম দিনথেকেই কোরোনা গ্রস্থ রোগীদের আসা যাওয়া ।এখনো পর্যন্ত এই সেফ হোম থেকে বহু রোগী সুস্থ হয়ে নিজের বাড়ি ফিরে গেছেন ।এখানে যারা সবসময় নিজেদের সেবায় রয়েছে তাদেকে রোগীদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ সহ আশীর্বাদ প্রদান করেন ।


কারন তারা যেভাবে এই সেবা কেন্দ্রে নিরলস তাদের প্রয়াসে সেবা করে রোগীদের সুস্থ করে তুলছে এবং তাদের মনোবল আরো শক্তিশালী করে তুলছে এতে সেফ হোমের সেবায় নিয়োজিত থাকা সকল কর্মকর্তাদের ভূমিকা অতুলনীয় ।এই মহামারীর সময় যেখানে নিজেদের পরিবারের লোক নিজেদের থেকে দূরে সরে যাচ্ছে সেখানে সুভাষ মহাজন ,পিন্টু দাস, রাজা চ্যাটার্জি , রক্তিম ,সহ আরো বহু মানুষ রয়েছে যারা সামনে ও পিছনে থেকে এই সময় সহযোগিতা করে চলেছে ।বিশেষ করে সালানপুর ব্লকের সাধারণ সম্পাদক ভোলা সিং যেভাবে রাত দিন এক করে মানুষের জন্যে কাজ করে যাচ্ছেন এতেই এলাকা বাসী সহ অনেকেই প্রশংসা করেছেন ।

তবে এই সময়ে বিভিন্ন ক্লাব ,সংস্থা, এনজিও এগিয়ে এসেছে সেফ হোমে থাকা মানুষের পাশে দাঁড়াতে ।
রবিবার সকলেই রূপনগর রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে এই সেফ হোম এর মানুষে জন্যে এক কুইন্টাল চাল ,আলু 50 কেজি ,পিয়াজ 10 কেজি, তেল 5 কেজি ,ডাল 15কেজি ,ও কিছু শুকনো খাবারের সাথে সাথে প্রটিন জাতীয় খাবার দিয়ে যান ।এদিন ক্লাবের সকলে সেফ হোমের দায়িত্বে থাকা সুভাষ মহাজনের এর হাতে এই সব খাবার তুলে দেন ।
ক্লাবের পক্ষ থেকে সোমনাথ ঘোষাল ,সুদীপ্ত রায়(দিপু) মদন রক্ষিত, তিমির গোস্বামী ,আশীষ বোস, অভিজিৎ পান্ডা,সি কুমার সাহা, চিন্ময় মুখার্জি সহ অনেকে উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *