ASANSOLBengali News

বিড়ালছানা কে হত্যার অভিযোগে ৩ জন আটক; পরবর্তী সময়ে ২ জনকে ছেড়ে দেওয়া হলেও ১ জন জামিনে মুক্ত

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: নিছক মজা করার জন্য মানুষ কখনও কখনও কোন পর্যায়ে পৌঁছতে পারে তা সম্প্রতি একটি ঘটনার মাধ্যমে লক্ষ্য করা যায়। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক একটি বিড়ালছানা ফেলে দিয়ে হত্যা করছেন। যখন ” ভয়েসলেস” এর সদস্যরা এই ভিডিওটি দেখে, তারা তৎক্ষণাৎ এই জঘন্য কাজ কে রূপ দেওয়ার জন্য অপরাধীদের আইনগত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

“ভয়েসলেস” এর প্রেসিডেন্ট সৌরভ মুখোপাধ্যায় বলেন যে তিনি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দেখার সঙ্গে-সঙ্গে সেটির ব্যাপারে তদন্ত শুরু করেন। তারা জানতে পারেন যে ভিডিওটি আসানসোলের দক্ষিণ থানা এলাকার বুধা গ্রাম লাগোয়া এলাকার সুমথপল্লীর। তিনি তৎক্ষণাৎ এই ভিডিওতে দেখা যুবকদের বিরুদ্ধে দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন।

সৌরভ বলেন যে পুলিশ তৎপরতার সঙ্গে তিন যুবককে গ্রেপ্তার করে। সৌরভ বলেন যে আপনি অবলা প্রাণীদের পাশে নাও দাড়াতে পারেন তবে তাদের এভাবে নির্যাতন করতে পারেন না। তিনি স্পষ্টভাবে বলেন যে কেবল মানুষই নয়, প্রাণীদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। সৌরভ বলেন যে তিনি চান এই যুবকদের আইন মোতাবেক শাস্তি দেওয়া যাতে আগামী দিনে অন্য কেউ এ জাতীয় অপরাধ না করতে পারেন।

।দেখা যায় অভিযুক্ত তিন জনের মধ্যে দু জন নাবালক। তাদের বাড়ি বুধা এলাকায়। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে পশুপ্রেমী সংগঠন। পুলিশ সূত্রের খবর এই ঘটনায় একজনের বিরুদ্ধে মামলা হয় এখন সেই যুবক জামিনে মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *