ASANSOL

রানীগঞ্জে এক যুবক পড়ল প্রতারণা চক্রের ফাঁদে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : এক টাকা ও এক নয় পয়সায় পাওয়া যাবে ২৩ লক্ষ টাকা। সেই লালসার পড়েই এবার এক যুব সদস্য পড়ল প্রতারণা চক্রের ফাঁদে। এখন তাকে এগারো হাজার টাকা আরো দিতে বলা হয়েছে ইতিমধ্যেই সে ১৩ হাজার টাকা দিয়েও ফেলেছে, আর টাকা না পাওয়ার বিষয়ে আস্থা না রাখতে পেরে, পেশায় রাজমিস্ত্রি রানীগঞ্জের লায়েক বাঁধ তিন নম্বর ধাওড়া এলাকার বাসিন্দা, দীপক শর্মা এবার হাজির হল রানীগঞ্জ থানায়।

সাইবার সেলের আধিকারিকদের সঙ্গে দেখা করে সে প্রতারণা চক্রের ফাঁদে পড়েছে এই কথা অনুভব করেই যোগাযোগ করলো পুলিশ আধিকারিকদের সাথে। ইতি মধ্যেই তার চলে গেছে ১৩০০০ টাকা বিভিন্ন কারনে এই টাকা নেওয়া হয়েছে, ওই যুবকের কাছ থেকে। এবার নতুন করে আরো ১১ হাজার টাকা চাওয়ায় তার সন্দেহ হওয়াতেই সে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। বর্তমানে পুলিশ ওই অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে সমস্ত ঘটনার তদন্তে নেমেছে, কোথা থেকে, কিভাবে, এই টাকা নেওয়া হচ্ছে, কারাই বা এর পেছনে রয়েছে। তার বিস্তারিত সংগ্রহ করছে সাইবার সেল এর পুলিশ আধিকারিকেরা।

Leave a Reply