ASANSOLBengali NewsFEATURED

ইতিহাসের পুনরাবৃত্তি হল আসানসোল লরেটো কনভেন্ট স্কুলে

শিক্ষক ও বিশিষ্টর সমাজসেবী বিশ্বনাথ মিত্রের কলম থেকে

বিশ্বনাথ মিত্র

১৯৪২ খ্রিষ্টাব্দ তথা দীর্ঘ ৮০ বছর পর আসানসোল শিল্পাঞ্চলের মেয়েদের প্রাচীনতম বিদ্যালয় লরেটো কনভেন্ট স্কুল (Loreto Convent School) ( ১৮৭৭ খ্রিষ্টাব্দে ) এ যেন আবার ইতিহাসের পুনরাবৃত্তি হল ৷ ফিরে এল ইতিহাসের জীর্ণ মলাট ৷
১৯৪২ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঁচ সেদিন এই লরেটো কনভেন্টের ওপরও পড়ে ৷ সেইবছর ব্রিটিশ সেনা রাতারাতি স্কুলটিকে অধিগ্রহণ করেছিল সেনা হসপিটালের জন্য ৷ তখন ১২ জন সিস্টার সহ ৭৫ জন আবাসিকা সিমলায় চলে যেতে বাধ্য হন ৷ তারা আবার ১৯৪৬ খ্রিষ্টাব্দে সালে আসানসোল ফিরে আসেন, যখন সেনারা বিদ্যালয় পরিত্যাগ করে স্বস্থানে ফিরে যায় ৷

আর ২০২১ সালে এই অতিমারী যা ভাইরাসের বিরুদ্ধে যেন এক অসম লড়াই মানব সভ্যতার, লরেটো কনভেন্ট (Loreto Convent School) দেখালো মানবিকতার উৎকর্ষ ৷ মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুরোধে এবং আইনমন্ত্রী মলয় ঘটকের উদ্যোগে কোভিড পেটেন্টদের সেফ হোমের জন্য স্কুল খুলে দিলেন লরেটোর প্রিন্সিপ্যাল জিনি সাবু জর্জ ৷ আমার মেয়ে বর্তমানে এই স্কুলে ছাত্রী হবার সুবাদে আমিও গর্বিত আসানসোলবাসীর মতই ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *