এনটিপিসি পাওয়ার গ্রিডের পক্ষ থেকে পিথাকিয়ারী হাসপাতালের হাতে তুলে দেওয়া হল দুটি 50 কেজি সিলিন্ডার
বেঙ্গল মিরর,কাজল মিত্র :– সালানপুর ব্লকে অক্সিজেনের অভাবে কারাে যেন মৃত্যু নাহয় সেই ব্যাপারে ব্লক স্বাস্থ্য দফতর থেকে বিভিন্ন সমাজসেবী ও তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে ।তাছাড়া এই করোনার মহামারীর সময় অনেকেই সাহায্যের ডালিনিয়ে এগিয়ে আসছে ।দিনের পর দিন যেভাবে অক্সিজেনের চাহিদা বেড়ে চলেছে সেই বিষয়টি মাথায় রেখে সালানপুর ব্লক পিঠাকিয়ারি হাসপাতাল আরাে অক্সিজেনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে হাসপাতালএর কতৃপক্ষ থেকে পাওয়ার গ্রিড ম্যানেজমেন্ট এর কাছে একটি আবেদন পাঠানো হয়েছিল ।
আর এই আবেদন পাওয়ার পরই পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ কোন কিছু দেরি নাকরেই তাদের পাওয়ার গ্রিডে থাকা দুটি বড় 50 কেজির অক্সিজেন সিলিন্ডার রয়েছে । এরপরই আর সময় নষ্ট না করে দ্রুত ৫০ কেজি পরিমাপের দুটি অক্সিজেন সিলিন্ডার পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ রিফিলিং করান এবং ফ্লো মিটার সহ যাবতীয় সরঞ্জাম জোগাড় করে পিঠাকিয়ারি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন।এদিন উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড- এর পক্ষে ইঞ্জিনিয়ার রাজদীপ মুখােপাধ্যায় , সালানপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত সিট ,সালানপুর ব্লক তৃণমূল এর সাধারণ সম্পাদক ভােলা সিং সহ অনেকে ।এ প্রসঙ্গে রাজদীপ বাবু বলেন সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা এই উদ্যোগ নিয়েছেন । অন্যদিকে ডাক্তার সিট জানান করােনার বিরুদ্ধে লড়াইয়ে পাওয়ার গ্রিডের বিশেষ অবদান রয়েছে ।