রেলপার কুরেশি মহল্লায় বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, মৃত এক
বেঙ্গল মিরর, আসানসোল,কাজল মিত্র (Cyclone YAAS IN West Bengal) আসানসোল উত্তর থানার রেলপার কুরেশি মহল্লায় মহল্লায় অতি বৃষ্টির কারণে ভেঙে পড়ল একটি বাড়ি।এই ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।মৃতার নাম হামিদা খাতুন।জানা গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার আগেই আসানসোলে রেলপারের অতিবৃষ্টি হয়।এই ঘটনায় হামিদা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌচ্ছে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
यह भी पढ़ें YAAS को लेकर जिला प्रशासन, नगरनिगम अलर्ट
यह भी पढ़ें : Cyclone Yaas के पश्चिम बंगाल में ही लैंडफॉल की संभावना, कब और कहां पड़ेगा का प्रभाव