রানীগঞ্জ বোরো এলাকার শেল্টার হাউসে প্রায় এক হাজারের মত মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে : পূর্ণশশী রায়
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ ঃ– আসানসোল কর্পোরেশনের রানীগঞ্জ বোরো এলাকার বিভিন্ন অংশে ইয়াস ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষার লক্ষ্যে কর্পোরেশন অন্তর্ভুক্ত বেশ কিছু স্কুল ও কমিউনিটি সেন্টার কে শেল্টার হাউস হিসেবে গড়ে তুলেছে। মঙ্গলবার রাত্রে থেকে শুরু করে বুধবার পর্যন্ত তাদের খাওয়া-দাওয়াসহ শারীরিক সুস্থতা ও পানীয় জলের ব্যবস্থা সহ একাধিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে চলেছে পৌর কর্তৃপক্ষ।
একসাথেই এই কর্মসূচিতে এলাকার যুব সদস্যরাও ব্যাপকভাবে অংশ নিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন করে চলেছে। বুধবার এই সকল বিষয় গুলি এলাকায় পৌঁছে পরিদর্শন করে, শেল্টার হাউসে আশ্রয় গ্রহণ করা প্রায় এক হাজারের মত মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া হচ্ছে তা সরজমিনে খতিয়ে দেখলে পৌর প্রশাসক পূর্ণশশী রায়, তিনি এলাকার যুব সদস্য থেকে শুরু করে পৌর কর্মীদের একনিষ্ঠভাবে এই কাজকর্মের বিষয় লক্ষ্য করে স্বভাবতই খুশি.