ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

কৃষি বিলের বিরুদ্ধে শিল্পাঞ্চল জুড়ে কালা দিবস পালন

বেঙ্গল মিরর, কাজল মিত্র,  :– সারাদেশের সঙ্গে সারা দেশ জুড়ে কৃষি বিলের বিরুদ্ধে আজ দেশব্যাপি কালা দিবস পালন করছে ।আর তাই শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পালিত হল কালা দিবস । আসনসোলের বিএনআর মোড়ে  সিটুর পক্ষ থেকে  কালা দিবস পালন করা হল। এখানে কেন্দ্রীয় সরকারের কৃষক ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ করা হয়।

 অন্য়দিকে চিত্তরঞ্জনরেল কারখানার সমস্ত ট্রেড ইউনিয়ন এবং চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের উদ্যোগে আজ চিত্তরঞ্জন রেল নগরীর তিন নম্বর গেটে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যার্পন করেহাতে পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। করোনার এই মহামারীর পরিস্থিতির কথা মাথায় রেখে রাস্তার দু দিকে কালাে পতাকা নিয়ে চিত্তরঞ্জন রেলকারখানার সমস্ত ইউনিয়নের সমর্থকরা সারিবদ্ধ হয়ে এই বিক্ষোভ করেন।

এদিন চিত্তরঞ্জন রেলওয়ে মেন্স কংগ্রেসের ইন্দ্রজিৎ সিং বলেন আজ কয়েক মাস ধরেদিল্লীর বর্ডারে বহু কৃষক ঝড়জল রোদকে উপেক্ষা করে ধরনায় বসে আছেন কৃষি বিলের কালা আইন এর প্রত্যাহারের দাবীতে।যার ফলে বহু কৃষককে প্রানের আহুতি পর্যন্ত দিতে হয় ।


শিল্পাঞ্চলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হল
 

অপরদিকে সারাদেশের সরকারি কর্মচারীরা তাদের চাকরি বাঁচানাের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন – এই দুটি বিষয়কে সামনে রেখে সমস্ত ট্রেড ইউনিয়ন এবং কেন্দ্র বিরােধী দলগুলি আজ সারা দেশব্যাপি যে কালা দিবসের ডাক দিয়েছে সেই ডাকে সাড়া দিয়ে চিত্তরঞ্জনের সকল ইউনিয়ন এর কর্মীরাও উপস্থিত থেকে এই কালাদিবস পালন করেন ।এদিন এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সৌমেন লাহা , দেবাশিস মজুমদার , ইন্দ্রজিৎ সিং , সৌমেন দাস , এস কে শাহি ,নেপাল চক্রবর্তী সহ অনেকে ।

Leave a Reply