শিল্পাঞ্চলে করোনা সংক্রমণে কিছুটা স্বস্তি , তবে বিপদ এখনো কাটেনি
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ সেনগুপ্ত : করোনা সংক্রমনের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলের মানুষের জন্য স্বস্তির খবর । পশ্চিম বর্ধমান জেলায় গত ১১ দিন ধরে ক্রমাগত হ্রাস পাচ্ছে করোনা সংক্রমন। একই সময়ে, সংক্রমিত রোগীদের তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেশি হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রতিদিন আক্রান্তের সংখ্যা ৬০০ থেকে ৭৫০ এর মধ্যে। এদিকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৭০০ থেকে বেড়ে ৮০০ হয়েছে। একই সাথে, আসানসোল জেলা হাসপাতালে করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য প্রতিদিন মানুষের ভিড় বেড়ে চলেছে।
read also সুদীপ্ত, মনোরঞ্জন লাইন ক্লোজ, পলাশ এবং রবীন্দ্রনাথের প্রমোশন
স্বাস্থ্য দফতরের জারি করা বুলেটিন অনুসারে, গত ১৭ ই মে পশ্চিম বর্ধমান জেলায় শেষবারের মতো সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যার চেয়ে ‘সংক্রমিত’ মানুষের সংখ্যা বেশি ছিল। এরপরে, ১৮ ই মে থেকে ২৭ শে মে পর্যন্ত জেলায় যত সংখ্যক সংক্রমিত মানুষের সংখ্যার সন্ধান পাওয়া গিয়েছে তার থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে ওই সময়ের মধ্যে মৃত্যুর পরিসংখ্যান আশঙ্কাজনক যা বেশ ভয়ের সঞ্চার করার মত। ওই সময়ের মধ্যে প্রতিদিন কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে, ১৯ এবং ২০ মে একদিন সর্বাধিক মৃত্যু হয়। এই ২ দিনে ২২ জনের মৃত্যু হয়েছে। ১১ দিনের মধ্যে, শুধু ২২ শে মে ছাড়া প্রতিদিন করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পরিসংখ্যান পাওয়া গিয়েছে।
read also করোনা থেকে সুস্থ হয়ে আসানসোলে এসেই মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক অগ্নিমিত্রা পল
১১ দিনে মোট ৭৪৬০ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে, ৮৮১২ জন সংক্রমিত মানুষ সুস্থ হয়েছেন। অর্থাৎ জেলায় সংক্রমিতদের তুলনায় ১৩০০ জনেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ১০ দিন আগে, যেখানে জেলায় সক্রিয় সংক্রমিত মানুষের সংখ্যা ৬ হাজারেরও বেশি ছিল। এখন সেই সংখ্যা নেমে এসেছে ৫ হাজারে। করোনা সংক্রমণ রোধ করতে রাজ্য সরকার লক ডাউনের প্রযোজ্য বিধিনিষেধ ১৫ ই জুন পর্যন্ত বর্ধিত করেছে। এরইসঙ্গে, পুলিশ ও প্রশাসন লক ডাউন সংক্রান্ত নিয়মগুলি কঠোরভাবে অনুসরণের বিষয়ে সক্রিয় রয়েছে। আসানসোল জেলা হাসপাতালে করোনার ভ্যাকসিনের জন্য প্রতিদিন মানুষের লাইন পড়ছে।