নিয়ন্ত্রণ হারিয়ে লরি দুর্ঘটনা, খালাসির মৃত্যু
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোলের সালানপুর থানার কালিতলা মোর সংগ্লন আসানসোল চিত্তরঞ্জন রোডের উপর একটি ১৮চাকা লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে যাই !অল্পের জন্য রক্ষা পাই একটি বাড়ি !বাড়িটির মুখ্য দরজার সামনে গিয়ে থেমে যাই লরি টি বাড়িটির কোনো ক্ষতি হয়নি তবে লোরিতে থাকা খালাসির ঘটনাস্থলে মৃত্যু হয় বলে খবর সূত্রে জানা যাই !
মঙ্গলবার রাত্রি তে কালিতলা মোর সংলগ্ন একটি ১৮চাকার লরির চালক ও খালাসি থাকার কেবিনের নাট খুলে গিয়ে কেবিন টি উল্টে যাই এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির সামনে চলে যাই লোরিটি !তবে বাড়িটিতে কোনো ক্ষতি হয়নি !তবে লরির চালাক প্রাণে বেঁচে গেলেও খালাসির ঘটনাস্থলে মির্ত্যু হয় বলে জানা যাই !ঘটনাস্থলে সালানপুর থানার পুলিশ এসে খালাসির দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় !লরির চালাক পলাতক ঘটনার পর !লরিটি ঝাড়খণ্ড থেকে আসছিলো বলে জানা গেছে !