RANIGANJ-JAMURIA

শিক্ষকরা 50 টি ত্রিপল তুলে দিলেন বিধায়কের হাতে

বেঙ্গল মিরর, জামুরিয়া : জামুরিয়া বিধানসভার বিধায়ক কার্যালয়ের উদ্ভোধন হল। উপস্থিত ছিলেন জামুরিয়ার মাননীয় বিধায়ক হরেরাম সিং মহাশয়, দুই BOARD of Administrator (AMC) অভিজিৎ ঘটক এবং পূর্ণশশী রায়, জামুরিয়া Health Board এর Chairman সাধন রায় এবং বিশিষ্ট শিক্ষক নেতা মনোজ যাদব ।


ঐ অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা তৃনমূল শিক্ষাসেলের পক্ষ থেকে রামপ্রকাশ ভট্টাচার্য, সুমিত রায়, জগদীশ চ্যাট্টার্জী, সুমিত চ্যাট্টার্জী, প্রতিভানাথ রায়, সন্তোষ সাউ, পথিক বন্ধু রায়, ওমপ্রকাশ রায়, শ্রীকান্ত দাস ও উপস্থিত ছিলেন। তারা YAAS ঝড়ে বিদ্ধস্ত মানুষদের সাহায্যার্থে মাননীয় বিধায়কের হাতে 50 টি ত্রিপল তুলে দেন।

Leave a Reply