রানীগঞ্জে জমি মাফিয়াদেরকে কড়া হুঁশিয়ারি,
বেঙ্গল মিরর, দীপ রঞ্জন বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জ : খনি অঞ্চল রানীগঞ্জের জমি মাফিয়ার তাণ্ডবের বিষয় জানতে পেরেই রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জ প্রশাসককে দিলেন ওই সকল এলাকায় তদন্ত চালিয়ে এলাকা গুলি কিভাবে জমি মাফিয়ারা দখল করে জায়গা ঘেরাও করার সাথে বহুতল বাড়ি নির্মাণ করছেন তা পরিদর্শনের নির্দেশ। বুধবার এই নির্দেশ পাওয়ার পরপরই আসানসোল পৌরনিগমের রানীগঞ্জ বোরো কার্যালয়ের প্রশাসক পূর্ণশশী রায় ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ারদের সঙ্গে নিয়ে সমস্ত এলাকায় ঘুরে দেখে ওই সব এলাকায় বসবাসকারী বাসিন্দাদের সঙ্গে কথা বলার সাথেই বেশকিছু বহুতল মালিক ও বেশকিছু ভেস্টেড জমি থাকার পরও সেইসব জমিতে নির্মাণকাজ কিভাবে সম্ভব হয়েছে তা সরজমিনে খতিয়ে দেখলেন বেশ কিছু জন অবৈধ দখলদারদের সঙ্গে কথা বললেন তিনি তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এই বিষয়ে রানীগঞ্জের বিধায়ক জানালেন এরা কয়লা বালিচর এর থেকেও বড় চোর যারা সরকারি জমি দখল করে অন্যায় ভাবে গরীব অসহায় মানুষদের ঠকিয়ে তাদের জমিতে বেআইনিভাবে নির্মাণ কাজ করছেন ও বহু সাধারণ বিক্রেতাদের সেই বেআইনি জমি বিক্রি করছেন তারা বড়ফড় চোর ছাড়া আর কিছু নয়, বলেই জানান তিনি। তিনি এ বিষয়ে সন্দেহ প্রকাশ করে জানান এই সকল অবৈধ দখলদারদের সঙ্গে একশ্রেণীর আধিকারিকরা যুক্ত রয়েছেন বলে তার প্রাথমিক অনুমান তিনি সমস্ত বিষয়টি খতিয়ে দেখে উচ্চ পর্যায়ের তদন্ত করার জন্য জেলাশাসকের সঙ্গে কথা বলবেন বলেই জানিয়েছেন তাঁর বক্তব্যে। তার দাবি যারা এই সকল অবৈধ কারবারের সঙ্গে যুক্ত তাদের কোনো মতেই নিষ্কৃতি দেওয়া যাবে না।