BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়ানপুর এর কিছু ছাত্র অসহায় বৃদ্ধের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সমাজ গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা অপরিসীম।করোনা মোকাবিলাতেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে ছাত্রসমাজ। নিঃশব্দে মানুষের পাশে দাঁড়াচ্ছে রূপনারায়ানপুর শহরের একঝাঁক ছাত্র-ছাত্রী।লকডাউনে অভাবীদের মধ্যে জরুরী খাদ্য সামগ্রী পৌঁছাতে তাদের ভূমিকা অপরিসীম। যেকোনও প্রান্তে নিত্য প্রয়োজনীয় খাবার হোক কিংবা জরুরি সামগ্রী তারা পৌঁছে দিচ্ছে । রাজ্যজুড়ে চলছে লকডাউন ফলে বিপর্যস্ত হয়েছে সাধারণ জনজীবন। প্রচুর লোক খাদ্য এবং প্রয়োজনীয় সামগ্রীর অভাবে দুরবস্থায় দিন কাটাচ্ছেন।

এই অবস্থায় সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধনুডি গ্রামের এক অসহায় বৃদ্ধ 70 বছর বয়সী রামলাল কিস্কু ওরফে হিরোহন্ডা যিনি আগে মাইথন এর কোন একটি হোটেলে কর্মরত ছিলেন কিন্তু শরীর অক্ষম হয়ে পড়েছে তাই আর কোন কাজকর্ম করতে পারেনা সংসারে রয়েছে এক হান্ডিকেপ পুত্র ও এক পুত্রবধূ তাই কোনরকমে পুত্র ভিক্ষা করেই সংসার চালান ।কিন্তু এখন চলছে লকডাউন তাই ভিক্ষা করতে গেলোও করোনার ভয়ে কোনো মানুষ ভিক্ষা দিতে চাইনা।প্রচুর সমস্যায় দিন যাপন করছে তার পরিবার তবে বারাবনি বিধায়ক খবর পেয়েই তৃণমূলের নেতাদের পাঠান ওই বৃদ্ধাকে সহায়তা করার জন্যে ।তবে এক্ষেত্রে ছাত্ররাও এগিয়ে এসেছে সমাজ সেবায় তাই ওই রূপনারায়ানপুর এলাকার কিছু ছাত্র নিজের স্বার্থ মত রবিবার দিন রামলাল বাবুর বাড়িতে গিয়ে তার হাতে ৫ দিনের মত খাদ্যদ্রব্য তুলেদেন ।যারমধ্যে ৫ কেজি চাল, ৩ কেজি আলু , ৫০০ গ্রাম তেল , নুনের প্যাকেট , বিস্কুট , চিরে সহ কিছু শুকনো খাবার তুলে দেন ।এদিন ছাত্রদের পক্ষ থেকে ছিলেন অপূর্ব চন্দ্র ,ছোটন বাউড়ি, বুকন, দেবব্রত মুদি,সুনির্মল ভট্টাচার্য, অর্ঘ্য দাস, কর্ন তন্তুবায় ,অনুরূপ চক্রবর্তী সহ অনেকে ।এরা সকলেই দ্বাদশ ও একাদশ শ্রেণীর ছাত্র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *