ASANSOLRANIGANJ-JAMURIA

রানীগঞ্জে জলের সমস্যার সমাধানের জন্য পৌরনিগম ও এডিডিএ এগিয়ে এল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ:
আসানসোল পৌরনিগমের
রানীগঞ্জ শহর অঞ্চলের জলের সমস্যা সমাধানের জন্য আসানসোল কর্পোরেশন ও এডিডিএ যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। জল সমস্যা সমাধানের দাবি দীর্ঘ দিনের রানীগঞ্জবাসীদের। সেই বিষয়কে নজরে রেখে রানীগঞ্জ এলাকার জল সরবরাহ সর্বত্র স্বাভাবিক রাখার লক্ষ্যে, এবার আরো বেশি জল কিভাবে সরবরাহ করা যায় তা নিয়ে ওয়াটার প্রজেক্ট পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী, এডিডিএ চেয়ারম্যান ও রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় , রানীগঞ্জ বোরো দপ্তরের প্রশাসক পূর্ণশশী রায়, ও জল বিভাগের ইঞ্জিনিয়ারেরা। মঙ্গলবার বিকেলে তারা রানীগঞ্জের দামোদর নদ তটোবর্তি এলাকায় অবস্থিত ডামালিয়া ওয়াটার প্রজেক্ট পরিদর্শন করতে যান।


আসানসোল নগর নিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জী জানিয়েছেন প্রতিটি এলাকায় যাতে দুবেলা সচ্ছল ভাবে জল সরবরাহ করা যায় সে বিষয়টি মাথায় রেখে এক মাসের মধ্যেই 5 লক্ষ গ্যালন জল সরবরাহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এই ওয়াটার প্রজেক্ট এর মাধ্যমে। একইভাবে রানীগঞ্জের বিধায়ক এই ওয়াটার প্রজেক্ট গড়ে উঠলে রানীগঞ্জের তথা সংলগ্ন এলাকায় জল সরবরাহ নিয়ে আর কোনো দুর্ভোগ রইবে না ও প্রতিটি এলাকায় জল-সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে দাবি করেন তাঁর বক্তব্যে। জানা গেছে দামোদর রিভার বেডের উপর যে পানীয় জলের কূপ করে তোলা হয়েছে তার সাথেই আরও কূপ গড়ে তুলে রিভার বেডের জল সংগ্রহ করে জল সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে আসানসোল নগর নিগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *