RANIGANJ-JAMURIA

মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করল কর্পোরেশন

বেঙ্গল মিরর,চরণ মুখার্জি,রানীগঞ্জ:  আসানসোল  কর্পোরেশনের রানীগঞ্জ বোরো পক্ষ থেকে মঙ্গলবার ছটি স্বয়ম্ভর গোষ্ঠীর 72 জন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করল কর্পোরেশন। এই ছটি স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা করোনা আবহের সময় কালে তাদের স্বয়ম্ভর গোষ্ঠীর মাধ্যমে সামাজিক বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করে, স্বনির্ভর হওয়ার প্রশিক্ষণ প্রদান করবেন আসানসোল কর্পোরেশন এর বিশেষ প্রশিক্ষক দল। আর এই প্রশিক্ষণের মাধ্যমে ওই 72 জন  মহিলাকে নিজেদের কর্মসংস্থানের বিষয়গুলি বুঝে নিয়ে, কিভাবে তারা স্বয়ম্ভর গোষ্ঠী গড়ে তুলে সম্মিলিতভাবে কাজ করে, অর্থ উপার্জন করতে পারবেন তা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছেন রানীগঞ্জ বোরো দপ্তরের  প্রশাসক পূর্ণশশী রায়।

 স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা নিজেদের কর্মসংস্থানের সুবিধা পেয়ে স্বভাবতই খুশি এই করোনা আবহের সময়ে দিকে দিকে যখন আর্থিকভাবে অসচ্ছল হয়ে পড়েছে অসংখ্য পরিবার, সেই সময় এ ধরনের উদ্যোগ গ্রহণ কে সাধুবাদ জানিয়েছেন স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা। জানা গেছে এই করোনা আবহের সময় কালে কুড়িটি স্বয়ম্ভর গোষ্ঠী গড়ে তাদের স্বনির্ভর করার উদ্যোগ গ্রহণ করবেন আসানসোল কর্পোরেশনের স্বনির্ভর দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *