ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এবং কুলটি যুব ফোরাম এর যৌথউদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এবং কুলটি যুব ফোরাম এর যৌথভাবে বরাকর ফাঁড়ির রোডে একদিবসিয় রক্তদান শিবিরের আয়োজন করা হয়এই শিবিরে রক্তদান করতে আসা মহিলা দের দিয়ে ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।এর পরে জেলা হাসপাতালের দক্ষ চিকিৎসক ডাঃ সঞ্জিত চ্যাটার্জি এর তত্ত্বাবধানে প্রায় ২০ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন।সকল রক্ত দাতাদের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় ।তাছাড়া সকলকে পুষ্টিকর খাবার দেওয়া হয়েছিল।
এ উপলক্ষে জাতীয় অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের পরিচালক মিহির কুমার মন্ডল বলেন যে রক্তদান করা অত্যন্ত প্রশংসনীয় কাজ, তবে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হ’ল আমি অনেক বেশি খুশি এই ক্যাম্পে রক্ত দান করতে আসা মহিলার সংখ্যা বেশি।মিহির কুমার মণ্ডল ছাড়াও এদিন প্রবীণ শিল্পপতি শঙ্কর শর্মা, দেবেন্দু দা, রিয়া দাস, সানজালি বাউরি, শিবশঙ্কর প্রামানিক, শান্তনু দা, প্রশান্ত হেমবর্ম উপস্থিত ছিলেন যারা এই কর্মসূচিকে সফল করেছেন।