মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় প্রগতিশীল বাউরী সমাজ খাদ্য সামগ্রী বিতরণ করল
বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল ঃ আসানসোল উত্তর প্রগতিশীল বাউরী সমাজের উদ্যোগে মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় , ward no. 13 র বিভিন্ন গ্রামের 650টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হল । উপস্থিত ছিলেন জেলাসভাপতি সমীর বাউরী ,সত্যম বাউরী মিথুন বাউরি ,সুব্রত বাউরী , বাপী বাউরী , গোবিন্দ বাউরী। সমীর বাউরী বলেন এই অতিমারীতে মানুষের পাশে থাকার জন্য মন্ত্রী মলয় ঘটককে অসংখ্য ধন্যবাদ জানাই। সব সময় আমরা ওনার সহযোগিতা পাই। উনি সব সময় গরীব মানুষের পাশে থাকেন।



