ASANSOL

মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় প্রগতিশীল বাউরী সমাজ খাদ্য সামগ্রী বিতরণ করল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল ঃ  আসানসোল উত্তর প্রগতিশীল বাউরী সমাজের উদ্যোগে   মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় , ward no. 13 র বিভিন্ন‌ গ্রামের 650টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হল । উপস্থিত ছিলেন জেলাসভাপতি সমীর বাউরী ,সত্যম বাউরী মিথুন বাউরি ,সুব্রত বাউরী , বাপী বাউরী , গোবিন্দ বাউরী। সমীর বাউরী বলেন এই অতিমারীতে মানুষের পাশে থাকার জন্য মন্ত্রী মলয় ঘটককে অসংখ্য ধন্যবাদ জানাই। সব সময় আমরা ওনার সহযোগিতা পাই। উনি সব সময় গরীব মানুষের পাশে থাকেন। 

Leave a Reply