Bengali NewsKULTI-BARAKARRANIGANJ-JAMURIA

মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করল শ্রীপুর ফাঁড়ির পুলিশ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুরের নির্দেশের পরেই
আসানসোল-দুর্গাপুর পুলিশ শিল্পাঞ্চলকে নেশা এবং মাদকের গ্রাস থেকে মুক্ত করার জন্য ধারাবাহিকভাবে অভিযান শুরু করেছে।

কুলটি পুলিশের পরে এবার, শ্রীপুর- ফাঁড়ির ইনচার্জ মানব ঘোষের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। শ্রীপুর পুলিশ জেকে নগর মোড় থেকে নিয়ামতপুরের কুলতোডার বাসিন্দা বাবন ব্যানার্জী, কুলটির রাজেশ চৌধুরী এবং নিয়ামতপুর ঘাটিগলীর ঋষি যাদব এই ৩ জনকে গ্রেপ্তার করেছে। তিনজনের হেফাজত থেকে ১৮ গ্রাম মাদক উদ্ধার করা হয়েছে। শ্রীপুর পুলিশ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত দুষ্কৃতীদের সন্ধান করছিল। অবশেষে একটি গোপন সূত্রে তথ্যের ভিত্তিতে শ্রীপুর পুলিশ এই মাদক চোরাচালানকারীদের ধরে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে তিনজন লালগোলা থেকে হেরোইন নিয়ে এসে আসানসোল অঞ্চলে সরবরাহ করত।

পুলিশ নারকোটিকস অ্যাক্ট এর ২০ বি ধারায় তিনজনকে গ্রেপ্তার করে শুক্রবার আসানসোলের এডিজে থার্ড ( ৩) আদালতে হাজির করে এবং তাদের ৭ দিনের জন্য পুলিশ রিমান্ডে নেয়।এই গ্রেপ্তার দিকনির্দেশ করে কিভাবে ড্রাগস র‌্যাকেট সুপরিকল্পিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *