ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKARRANIGANJ-JAMURIA

পাল্টা সাংবাদিক সম্মেলন ভি শিবদাসনের আক্রমণ, আসানসোল পুরনিগম সংখ্যা গরিষ্ঠতা নিয়ে দখল করবে তৃনমুল কংগ্রেস

https://fb.watch/63a4tZcHCA/

বেঙ্গল মিরর , রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল, ১১ জুনঃ আসানসোলে বিজেপির সেন্ট্রাল কার্যালয়ে বিজেপির প্রাক্তন কাউন্সিলাররা বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দাবি করেছিলেন, সদ্য হওয়া বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে ১০৬ টি ওয়ার্ডের মধ্যে ৬৬ টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। তৃনমূল কংগ্রেস মাত্র ৪০ টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। এই মুহুর্তে আসানসোল পুরনিগমের নির্বাচন সুষ্ঠু ভাবে হলে ১০৬ টা ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডে জিতে বিজেপি সংখ্যা গরিষ্ঠতা নিয়ে পুর বোর্ড দখল করবে। পাশাপাশি বিজেপির কাউন্সিলররা আসানসোল পুরনিগম সহ রাজ্যের সব পুরসভায় দ্রুত নির্বাচন দাবি করেছিলেন।


শুক্রবার দুপুরে আসানসোলের জিটি রোডের বড় পোস্ট অফিস লাগোয়া দলীয় কার্যালয়ে
বিজেপির সাংবাদিক সম্মেলনের পাল্টা সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু কটাক্ষের সুরে আক্রমণ করেন। তিনি বলেন, বিজেপি জেলায় তিনটা আসন পেয়ে মুঙ্গেরিলালের মতো স্বপ্ন দেখতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের আগে আমি বলেছিলাম নটার মধ্যে নটা আসন তৃণমূল কংগ্রেস দখল করবে। কিন্তু নটার মধ্যে ছয়টা আসন আমরা দখলে করতে পেরেছি। বাকি তিনটি আসনে বিজেপি জেতে। দলীয় স্তরে হারের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে আমার মনে হয়েছে বিজেপি জেতেনি। আমরা তিনটি আসন দলের সাংগঠনিক দূর্বলতার কারণে জিততে পারিনি।


বিজেপির প্রাক্তন কাউন্সিলরদের সুষ্ঠু নির্বাচনের প্রসঙ্গে কটাক্ষের সুরে তিনি বলেন, রাজ্যে সুষ্ঠু নির্বাচনের কারণে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ নিয়ে তৃতীয় বার রাজ্যে সরকার গঠন করেছে। এই সুষ্ঠু নির্বাচনের জন্য এই জেলায় বিজেপি তিনটি আসনে জিতেছে। গত লোকসভা নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হওয়াতেই আসানসোলে বিজেপি জিতেছিলো।

তার দাবি এই মুহুর্তে আসানসোল পুরনিগমের নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস পুনরায় সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বোর্ড দখল করবে। নাম না করে তিনি বলেন, যে বিজেপি নেতা বিজেপির প্রাক্তন কাউন্সিলরদের সঙ্গে বুধবার বৈঠক করে আবার মেয়র হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি রাজনীতির কিছুই জানেননা। ঐ নেতার কোন অভিজ্ঞতা নেই। তিনি কটাক্ষের সুরে বলেন, বিজেপির নেতা ও কর্মীদের রাজনীতির কোন অভিজ্ঞতা নেই। তারা আগে রাজনীতির ক্ষেত্রে অভিজ্ঞতা পেতে বেশ কয়েকটা নির্বাচনে অংশ নিন। তারপর স্বপ্ন দেখবেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন নেত্রী ববিতা দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *