অবিলম্বে পৌরনিগম নির্বাচন সহ তিন দফা দাবি নিয়ে বামফ্রন্টের স্মারকলিপি
বেঙ্গল মিরর, কাজল মিত্র / সৌরদীপ্ত সেনগুপ্ত: :- অবিলম্বে পৌরনিগম নির্বাচন সহ তিন দফা দাবি নিয়ে বামফ্রন্টের স্মারকলিপি।
সোমবার সকালে বিরোধী দলনেতা বামফ্রন্টের প্রাক্তন কাউন্সিলার তাপস কবির নেতৃত্বে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর কাছে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন।
তাপস কবি জানান তাদের মূল দাবি করোনা পরিস্থিতি শেষ হয়ে গেলে অবিলম্বে পৌরনিগমের নির্বাচন ঘোষণা করতে হবে, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন দিতে হবে, নতুন নোটিফিকেশনে পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডে বামফ্রন্ট কাউন্সিলারদের বঞ্চিত করে শাসক দলের প্রতিনিধিদের কো-অর্ডিনেটর তৈরী করা হচ্ছে যা নিয়ম বিরুদ্ধ। চার দফা দাবি নিয়ে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জীর সাথে আলোচনা হলো তিনি জানান তাদের দাবিগুলো উঁচুস্তরে জানানো হবে এবং ভ্যাকসিন যাতে সব স্বাস্থ্য কেন্দ্রে পাওয়া যায় সে ব্যাপারটা তিনি খোঁজ নিয়ে ভ্যাকসিন দেবার ব্যাবস্থা করবেন। তাপস কবি ছাড়া বিধান রায়,কবিতা যাদব,নারায়ন বাউড়ী,সুচেতা পাল, মাগারাম বাউড়ী উপস্থিত ছিলেন।