ASANSOLRANIGANJ-JAMURIA

জমি ও কয়লা মাফিয়ারা শুরু করলো জমি দখল করতে, প্রতিবাদে স্থানীয়রা

বেঙ্গল মিরর জামুরিয়া, চরণ মুখার্জিঃ বহু পুরনো এক জঙ্গল কেটে সাফ করতে শুরু করেছে জমি মাফিয়ারা। যারা কয়লা মাফিয়া রূপেও এলাকায় পরিচিত। সেই মাফিয়াদের বিরুদ্ধে রীতিমতো কোদাল, বেলচা, কাটারি, কেদে সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে মহিলা পুরুষ সকলেই রুখে দাঁড়াল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ঘটনাটি ঘটেছে আসানসোলের সাতগ্রামের অন্তর্গত চাঁদ ডাঙ্গাতে।



প্রায় 200 বছর পুরনো গাছ কেটে সাফ করে দিয়েছে এই কয়লা ও জমি মাফিয়ারা। সাতটা জেসিবি নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় গাছ কেটে ও জমি সমান্তরাল করার কাজে হাত দিয়েছিল এই মাফিয়ারা। দু নম্বর জাতীয় সড়কের পাশেই এই ধরনের কাজ হওয়া সত্ত্বেও নজর নেই পুলিশ ও প্রশাসনের, নজর নেই বন দপ্তরের। স্থানীয় বাসিন্দা গোবিন্দ, রঞ্জিতরা বলেন এই জঙ্গলে ময়ূর থেকে আরম্ভ করে বহু ছোটখাটো জন্তুর বাস। কিন্তু যেভাবে জঙ্গল কেটে সাফ করে দেওয়া হল তাতে সেই জন্তু জানোয়াররা কোথায় থাকবে? কেন প্রশাসন দেখেনি? শেষমেশ গ্রামের আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা রুখে দাঁড়িয়েছে। আসানসোল পুরনিগমের প্রশাসক পুর্নশশী রায় বলেন, 7 টির মধ্যে দুটি জেসিবি মেশিন স্থানীয় বাসিন্দারা বাজেয়াপ্ত করে পুলিশের হাতে তুলে দিয়েছে। জামুরিয়া থানার পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সমস্ত কথা শোনেন। যারা এই ধরনের কাজে যুক্ত তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবেন এত গাছ কি করে কাটা হল। সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে জামুরিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *