নববিকাশ ক্লাব পঞ্চম দফা ত্রাণ পাঠালো
বেঙ্গল মিরর, বার্নপুর ঃ বার্নপুরের নববিকাশ ক্লাব এর পক্ষ থেকে পঞ্চম দফা আসানসোল পৌর নিগম এর সহায়তায় ইয়াস প্রভাবিত গোসাবা এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হলো।ত্রান বিতরণ করার জন্য ত্রাণ রওনা দেওয়ার সূচনা করলেন আসনসোল পৌর নিগমের চেয়ারপার্সন অমরনাথ চ্যাটার্জী , প্রাক্তন কাউন্সিলাপ ববিতা দাস, বিশিষ্ট সমাজসেবী উৎপল সেন ও প্রবীর ধর, ক্লাবের সদস্য়রা তথা এলাকার বিশিষ্ট সমাজসেবী গন। নব বিকাশ ক্লাবের সমাজসেবামুলক কাজের প্রশংসা করেন অমরনাথ চ্যাটার্জী।



