ASANSOLASANSOL-BURNPURBengali News

দিনরাত কাজ করে ঠিক করা হলো পাইপলাইন, জলের কোনও সমস্যা হবেনা ঃ পুর প্রশাসক

বেঙ্গল মিরর, কাজল মিত্র, আসানসোল: আসানসোল পৌর কর্পোরেশনের বার্নপুর  গুটগুটপাড়ায় অবস্থিত রেলসেতুর কাছে  পাইপলাইনের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই এলাকায় জলের সমস্য়া হয়েছিল। যার পরে পৌর কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিদিন 25-30 টি ট্যাঙ্কার জল পাঠানো হত। পৌর ইন্জিনিয়ারদের দল দু দিন যুদ্ধ তত্পরতায় কাজ করে এবং পাইপলাইনটি মেরামত করে। যার পর সোমবার থেকে জলের সরবরাহ স্বাভাবিক হলো।

  আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানিয়েছেন যে গুটগুটপাড়া রেল ব্রিজের কাছে একটি নয় ইঞ্চি পাইপ ক্ষতিগ্রস্থ হয়েছিল। এই পাইপলাইনের মাধ্যমে কালাঝরিয়া জল প্রকল্পে থেক জল ইসমাইল পাম্পিং স্টেশনে যায় । এই লাইন ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে কিছু এলাকায় জলের সমস্যা ছিল। উনি নিজে মেরামত কাজ দেখতে  কালাঝরিয়া পাম্প হাউস গিয়েছিলেন।  এটি ঠিক করার জন্য পৌর কর্পোরেশনের ইন্জিনায়ারের দল দু’দিন ধরে দিনরাত কাজ করেছে। তার পরে পাইপলাইন ঠিক করা হয়ে । এখন এলাকায় জলের কোনও সমস্যা হবেনা।