KULTI-BARAKAR

অবৈধ বালি পাচার রুখতে তৎপর আসানসোল-দুর্গাপুর পুলিশ, তিনটি ট্রাক্টর সহ বালি ডাম্পার বোঝাই আটক

বেঙ্গল মিরর, আসানসোল: অবৈধ বালি পাচার রুখতে তৎপর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সেই রকম কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তিনটি ট্রাক্টর সহ বালি ডাম্পার বোঝাই আটক করে নিয়ামতপুর এলাকা থেকে। এর পর বালি বোঝাই গাড়ি গুলি বি এল এল আর ও আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। অপর দিকে বালি ব্যবসায়ী সূত্রে খবর এই বালি বোঝাই গাড়ি গুলির বৈধ কাগজপত্র রয়েছে তাও পুলিশ অযথা আমাদের গাড়ি গুলিকে আটক করেছে।

খবর পেয়ে কুলটি বি এল এল আর ও দফতর থেকে আধিকারিক এসে গাড়ি গুলির কাগজ পত্র পরীক্ষা নিরীক্ষা করে। এর পর বি এল এল আর ও আধিকারিক জানান বালি বোঝাই গাড়ি গুলির বৈধ কাগজ সমস্ত রয়েছে কিন্তু ট্রাক্টর গুলিতে ওভার লোড করে বালি বোঝাই রয়েছে। সেই মত যে টুকু বালি ওভার লোড রয়েছে তার ফাইন করা হবে। আমাদের আধিকারিকের সাথে দেখা করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *