Bengali NewsRANIGANJ-JAMURIA

করোনা পরিস্থিতিতে আসানসোল শিল্পাঞ্চলে রক্ত সংকট দূর করতে শিক্ষকরা এগিয়ে এলেন

বেঙ্গল মিরর ,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : বুধবার
শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক কমিটি জামুরিয়া ব্লক দ্বারা একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে ২৫ জন শিক্ষক রক্ত ​​দান করেন এবং রক্ত ​​সংগ্রহ করে জেলা হাসপাতালে জমা দেওয়া হয়। জামুরিয়া ব্লকের শিক্ষক সংগঠনের সভাপতি রামপ্রকাশ ভট্টাচার্যের তত্ত্বাবধানে এই রক্তদানের আয়োজন করা হয়। জামুরিয়া বিধানসভার বিধায়ক শ্রী হরেরাম সিং প্রধানত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জামুরিয়া বিধায়ক হরেরাম সিং বলেন যে, রক্তদানই সবচেয়ে বড় দান। এক এক ফোঁটা রক্ত জীবন বাঁচাতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে অনেক জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে যা প্রশংসনীয় । আমাদের অঞ্চলে করোনার মহামারী পরিস্থিতিতে জেলা হাসপাতালে রক্তের ঘাটতি দেখা দিয়েছে। তাই রক্তদান শিবির আয়োজন করে এই শূন্যস্থান পূরণের চেষ্টা চলছে। যারা এই সামাজিক কাজের জন্য রক্তদান করছেন তাদের অনেক ধন্যবাদ।

ওই অনুষ্ঠান উপলক্ষে মিউনিসিপাল কর্পোরেশনের প্রশাসক বোর্ডের সদস্যগণ, জামুরিয়া ব্লক ১ এর সভাপতি পূর্ণশশী রায়, সাধন রায়, ডি আই (সেকেন্ডারী মাধ্যম) অজয় ​​পাল, মনোজ যাদব, জগদীশ চ্যাটার্জী, দিপেন্দু শাহ, আদিত্য কোনার, সুমিত রায় , মুকেশ ঝা, সুমিত চ্যাটার্জী, প্রতিভা নাথ রায়, রাজীব রায়, সন্তোষ সাউ, রাজেশ পাসী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *