ASANSOLASANSOL-BURNPURBengali News

প্রবল বর্ষায় ভেসে গেল দামোদর নদীর ওপর অস্থায়ীভাবে নির্মিত বাঁশের সেতু

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :প্রবল বর্ষণে ভেঙে পড়ল পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার সাথে পশ্চিম বর্ধমানের বার্ণপুর- আসানসোল সংযোগকারী অস্থায়ী বাঁশের সেতু। অস্থায়ী সেতুটি প্রবল বৃষ্টির কারণে ভেসে যায়। এরফলে নিকটস্থ জেলা থেকে সব্জি বিক্রেতারা এবং কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার অনেক দেরি করে আসানসোল ও বার্নপুরে আসেন। এই তিন কিলোমিটার দূরত্বকে অতিক্রম করার একমাত্র উপায় ছিল ট্রেন পরিষেবা। করোনা পরিস্থিতিতে সেটিও সম্ভবপর হয়ে উঠছেনা। ফলে
গত এক বছর ধরে অস্থায়ী একটি বাঁশের সেতু নির্মাণ করে পার্শ্ববর্তী জেলা থেকে সবজি বিক্রেতা এবং শ্রমিকেরা যাতায়াত করতেন। সম্প্রতি
যশ ঘূর্ণিঝড়ের কারণে অস্থায়ী সেতুটি ভেঙে পড়েছে।

নির্বাচনে জয়লাভ করার পরে আসানসোলের দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ওই অঞ্চল পরিদর্শন করেন। স্থানীয় লোকেরা আবার অস্থায়ী সেতুটি নির্মাণ করেছিলেন তবে অবিরাম বৃষ্টির কারণে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী জলের সেতুটি আবার ভেঙে পড়েছে। ইসকো কারখানার ঠিকা শ্রমিক জনৈক বিশ্বনাথ বলেন যে, আজ সকালে সেতুটি ঠিকঠাক থাকলেও পরে বিকেলে জলস্তর বেড়ে যাওয়ার কারণে সেটি ভেসে যায় ।

উল্লেখযোগ্য বিষয় হলো, যতদিন না স্থায়ী পাকা ব্রিজ হবে ততদিন পর্যন্ত তিন জেলার যাত্রীদের জীবিকা উপার্জনের টানে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হবে। তাই এলাকাবাসী সমস্ত জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের প্রতি আর্জি জানাচ্ছেন যাতে এই ব্রিজ পাকাভাবে দ্রুততার সঙ্গে নির্মাণকার্য শুরু করা হয়। এতে উপকৃত হবেন তিন জেলার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *