মানুষের সেবা করার স্বপ্ন আজ সফল, ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল অফিসার বাঙালি তনয়া প্রিয়া বন্দোপাধ্যায়
বেঙ্গল মিরর, শ্রাবণী বন্দোপাধ্যায়, আসানসোল, ১৭ জুনঃ চেষ্টা করলে মেয়েরা কি না পারে! একজন বাঙালি মেয়ে আজ ইন্ডিয়ান আর্মি বা ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল অফিসার হয়ে শুধু নিজের স্বপ্নকেই সফল করলো এমনটা নয়, সঙ্গে আরো পাঁচটা মেয়ের অনুপ্রেরণা হয়ে উঠল। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসির আধিকারিক মানব বন্দ্যোপাধ্যায়ের মেয়ে প্রিয়া বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত মেধাবী। স্কুলে কোন ক্লাসে সে কখনো দ্বিতীয় হয়নি।




২০১৪ সালে জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ন হয় মেধাবী প্রিয়া।২০১৬ সালে সে চন্দ্রপুরা কেন্দ্রীয় বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৯৬ শতাংশ নম্বর পেয়ে জেলায় সর্বোচ্চ স্থান অর্জন করে। তবে ছোট থেকেই মানুষের সেবা করার স্বপ্ন দেখতো প্রিয়া। নিজের স্বপ্নকে সাকার করতেই একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে থাকে প্রিয়া।নীট,এইমস্, আইএএস প্রতিটি পরীক্ষায় সাফল্যের শিখরে আরোহন করেও থেমে থাকেনি প্রিয়া।
২০২১ সালে রাষ্ট্রীয় স্তরে পুনের সশস্ত্র সেবা মেডিকেল কলেজের পরীক্ষায় ১৭তম স্থান লাভ করে পুনেতে ইন্ডিয়ান আর্মি মেডিকেল অফিসার হিসেবে যোগদান করে প্রিয়া। বাঙালির আবেগ নিষ্ঠা অধ্যবসায়ের ফল প্রিয়ার এই সাফল্য বলে মনে করেন তার মা গৃহবধূ জবা বন্দ্যোপাধ্যায়।চোখে মানুষের সেবা করার স্বপ্ন এবং মনে অদম্য জেদ আত্মবিশ্বাসই এই বাঙালি কন্যাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে আর তাই মেয়ের জন্য অত্যন্ত গর্বিত পুরুলিয়ার রঘুনাথপুরে কর্মরত বাবা মানব বন্দ্যোপাধ্যায়।