শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতি
https://youtube.com/shorts/qm1L3Ua6Wwc?feature=share
বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোলের রেলপারে টানা বৃষ্টির কারণে গাড়ুই নদীর জলস্তর বেড়ে গিয়ে বিপত্তি ঘটে।এরফলে একাধিক বাড়ি জলের তলায় চলে যায়।এলাকার মানুষেরা সম্যসায় পড়েছেন।জানা গিয়েছে গত বৃহস্পতিবার রাত থেকে গোটা আসানসোল জুড়ে টানা বৃষ্টি শুরু হয়।এই বৃষ্টির কারণে রেলপারের গাড়ুই নদীর জলস্তর বেড়ে যায়।এরফলে নদী তীরবর্তী এলাকার একাধিক বাড়ি জলের তলায় চলে যায়।বহু মানুষজন বাড়ির মধ্যে আটকে পড়ে।পরে তারা কোনোক্রমে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্রে আশ্রয় নিয়েছেন।তবে বাড়িগুলো জলের তলায় চলে আসার কারনে বহু জিনিসপত্র নষ্ট হয়েছে।
রেলপারে পৌরনিগমের ওএইচআর নির্মাণ কাজের জন্য রাখা সিমেন্ট, চিপ্স ও বালি নদীতে ভেসে গেল।