KULTI-BARAKAR

নিখোঁজ নিরাপত্তা কর্মীর খোঁজে অবশেষে ডিসেস্টার মানেজমেন্ট টিম

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত রামনগর সেল কয়লা খনির বেসরকারি নিরাপত্তা কর্মী গতকাল ডিউটি করে বৃষ্টিট মধ্যে বাড়ী ফেরার পথে নিখোঁজ হয়।প্রায় ৩৫ ঘন্টা হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি যদিও পুলিশ প্রশাসন গতকাল থেকে চারিদিকে তল্লাসি চালাচ্ছেন। বরাকর মাড়োয়ারি ঘাটের নদী পথে ডিসেস্টার ম্যানেজম্যান্ট গ্রুপের সদস্যরা খোঁজ চালাচ্ছেন।

শনিবার সকালে রামনগরের ব্রীজের নীচ থেকে উদ্ধার হয় তার সাইকেলটি।সহকর্মীর কাছ থেকে জানা যায় নিখোঁজ নিরা পত্তা কর্মীর নাম মনোজ কুমার দাস(৫৬)।কুলটি কলেজ মোড়ের রামকৃষ্ণ সরণির বাসিন্দা তিনি, গতকাল সকালে ওই নিরা পত্তা কর্মী ডিউটি থেকে কুলটিতে বাড়ি ফেরার সময় রামনগর পাথরখাদান হয়ে ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় সাইকেল সহ তলিয়ে যায়।জলের স্রোত বেশি থাকার কারণ তাকে খুঁজে পাওয়া যায়নি।আজ সকালে রামনগর ব্রীজের নিচের থেকে সাইকেলটি উদ্ধার হয় কিন্তু নিখোঁজ মনোজ কুমার দাসকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। রামনগর ব্রীজের নীচ থেকে কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ সাইকেল উদ্ধার করে।সাইকেলটি নিখোঁজ মনোজ কুমার দাসের বলে সনাক্ত করে পরিবার সদস্যগণ।ঘটনাস্থলে কুলটি থানার ও বরাকর ফাঁড়ির আধিকারিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *