Bengali NewsPURULIA-BANKURAWest Bengal

আবার পুরুলিয়ায় বিজেপি ও কংগ্রেসে বড় ভাঙন, মন্ত্রী মলয় ঘটক যোগদান করালেন তৃণমূলে

বেঙ্গল মিরর, পুরুলিয়া : আবার পুরুলিয়ায় বিজেপি ও কংগ্রেসে বড় ভাঙন
রাজ্যের আইন , বিচার ও পূর্ত মন্ত্রী মলয় ঘটক মহাশয় এর হাত ধরে পুরুলিয়া জেলা পরিষদের বিরোধী দলনেতা বিজেপির অজিত বাউরি সহ বিজেপি থেকে মানিকচাঁদ কুমার, কংগ্রেসের রাজীব সাহু, তনুশ্রী বাউরি ছাড়াও পুরুলিয়া বিধানসভার কংগ্রেসের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, এই বিধানসভার পুরুলিয়া শহর কংগ্রেস সভাপতি বিশ্বরূপ পট্টনায়ক, পুরুলিয়া পুরসভার দু ‘নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ববিতা কর্মকার, ২১ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর কথা কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার আরতি পান্ডে, ন’নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর জয়দেব দত্ত, এক আইনজীবী সহ একাধিক বিজেপি,কংগ্রেস নেতা-কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন ।


এই যোগদান পর্বে ছিলেন ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডু, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জ্জী, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
এই যোগদানের ফলে পুরুলিয়া জেলা পরিষদে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ৩২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *