ASANSOL

শিল্পাঞ্চলে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত/ রাজা বন্দ্য়োপাধ্য়ায় : ২১ শে জুন আন্তর্জাতিক  যোগ দিবস  উপলক্ষে”স্বাস্থ্যই সম্পদ”এই কথাটির গুরুত্ব অপরিসীম। সুস্থ থাকার জন্য যোগ অভ্যাস অত্যন্ত জরুরি। সোমবার আন্তর্জাতিক যোগ  দিবসে শিল্পাঞ্চল জূড়ে বিভিন্ন আয়োজন করা হয়। আসানসোল নর্থ পয়েন্ট স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হলো। এখানে, স্কুলের চেয়ারম্যান শচীন রায় এবং মিতা রায়ের নেতৃত্বে যোগব্যায়াম করা হয়ে। শচীন রায় এবং মিতা রায় নিজেই যোগের প্রদর্শন করেন।

 অন্য়দিকে আমাদের সংকল্প ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশন এর সভাপতি বাপ্পা চ্যাটার্জী সহ সমস্ত সেচ্ছাসেবকদের উদ্যোগে একটি ভার্চুয়াল মাধ্যমে যোগা প্রশিক্ষণের আয়োজন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে সুদূর মহারাষ্ট্রের পুনে থেকে মনীষা গোদিলকার ছিলেন যোগ প্রশিক্ষক। মনীষা গোদিলকারজির তত্ত্বাবধানে শুধু সংকল্পের সদস্যরাই নয়, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ জন আজ এই যোগ শিবিরে অংশগ্রহণ করেন। যেসমস্ত দেশ থেকে আগ্রহীরা ওই শিবিরে অংশগ্রহণ করেন তাদের মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, ইতালি, থাইল্যান্ড, কানাডা, সিঙ্গাপুর, আবুদাবি, অস্ট্রেলিয়া, স্পেন, ফ্রান্স প্রভৃতি।


এব্যাপারে সংগঠনের সভাপতি বাপ্পা চ্যাটার্জী বলেন, এই যোগ প্রশিক্ষণের মাধ্যমে তাদের লক্ষ্য রয়েছে প্রতিটি মানুষ যাতে প্রতিনিয়ত যোগ অভ্যাসের মাধ্যমে সুস্থ জীবনযাপন করেন এবং যোগ চর্চাকে জীবনের অঙ্গ হিসেবে ব্যবহার করেন।  সোমবার ওই ভার্চুয়াল মাধ্যমে যোগ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেনরুম্পা ভট্টাচার্য, পরোমিতা বন্দ্যোপাধ্যায়, রাজু সিং, সুজয় মুখোপাধ্যায়, চন্দন বাউরি, তাপস পাল, সুমন চক্রবর্তী, রাজিব গিরি, দেবোজিৎ সরকার প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *