অতি বৃষ্টির ফলে মাথা গোঁজার ঠাঁই নেই,সরকারি আবাসনের আবেদন করেও মেলেনি পাকা বাড়ি
বেঙ্গল মিরর, আসানসোল : অতি বৃষ্টির ফলে মাথা গোঁজার ঠাঁই নেই,সরকারি আবাসনের আবেদন করেও মেলেনি পাকা বাড়ি । শেষ পর্যন্ত পৌরানীগমের দপ্তরে এসে তুমুল বিক্ষোভ দেখালেন 41 নম্বর ওয়ার্ডের বেশ কিছু মানুষ । বিক্ষোভকারীরা অস্থায়ী ভাবে সুইপার এর কাজ করেন আসানসোল পৌরানীগমের অধীনে।তাদের দাবি তারা আবেদন করেছেন সরকারী আবাসন পাওয়ার জন্য, তা জানিয়ে কোনো লাভ হয়নি এমনই অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে আজ তারা আসানসোল পৌরানীগমে বিক্ষোভ দেখায় সাথে পুর প্রশাসকের সাথে দেখা করে। পুর প্রশাসকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয়। এই বিষয়ে পুর প্রশাসক মৌখিক ভাবে জানান যে সঠিক তদন্ত করার পর সরকারি আবাসন গুলি তাদের হাতে তুলে দেওয়া হবে।