বারাবনি বিধায়কের উদ্যোগে 200 পরিবারকে ত্রিপল বিতরণ
বেঙ্গল মিরর, মনোজ শর্মা ও কাজল মিত্র :-বারাবনি বিধান সভা এলাকায় বারাবনী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বারাবনী গেটে গরীব দুঃস্থব্যক্তিদের ত্রিপল বিতরণ করা হলো ..উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক বিধান উপাধ্যায় মহাশয় ও ব্লক সভাপতি অসিত সিং মহাশয় ।গ্রামের বহু অসহায় মানুষের মধ্যে তিরপল বিতরণ করা হল ।বিগত একসপ্তাহ ধরে লাগাতার বৃষ্টির কারণে বহু এলাকায় জলমগ্ন ।আর তার কারণেই বিপর্যস্ত গ্রাম্য এলাকা।
গ্রামের বহু মাটির বাড়ী রয়েছে যেসকল বাড়িগুলির টালির ছাদ ভেঙ্গে পড়েছে অনেকের বাড়ির দেওয়ালও ধসে পড়েছে যারফলে বহু মানুষ অসুবিধার মধ্যে দিন যাপন করছে। প্রবল বর্ষণে মানুষের ঘুম শান্তি কেড়ে নিয়েছে ।তবে এইসকল মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছে সরকার থেকে বহু সংস্থাও ।আর তাই প্রবল বৃষ্টির জেরে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন বারাবনী গ্রাম পঞ্চায়েত ।এদিন বারাবনি বিধানসভারবারাবনি গ্রামপঞ্চায়েত এর রেলগেট সংলগ্ন এলাকায় 200 পরিবারের হাতে তিরপল তুলে দিল বিধায়ক বিধান উপাধ্যায় ও বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং ।
এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন একদিকে করোনার প্রকোপ অপরদিকে একসপ্তাহ ধরে প্রবল বর্ষণে সাধারণ মানুষ অতিষ্ট অনেকের মাটির বাড়ি রয়েছে যাদের এই বৃষ্টিতে অসুবিধা হচ্ছে তাদের জন্যে তিরপল দেওয়া হল ।তিনি বলেন বারাবনি বিধানসভার অধিকাংশ পরিবার ইন্দ্রাবাস পেয়ে বাড়ি বানিয়েছে ।তবুও কিছু কিছু পরিবার রয়েছে যাদের এখনো মাটির ঘরেই দিন কাটাতে হচ্ছে সেইসকল পরিবার গুলির তালিকা তৈরি করে খুব দ্রুত বাড়ির দেওয়া হবে।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত এর প্রধান উপপ্রধান সহ অনেকে ।