BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

অতিরিক্ত বৃষ্টির জেরে ধসে পড়ল বাড়ির ছাদ,অল্পের জন্য প্রাণে বাঁচলো পরিবারের সদস্যরা

বেঙ্গল মিরর, সালানপুর, কৌশিক মুখার্জি/কাজল মিত্র : কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরে মঙ্গলবার সকালে দেন্দুয়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সিদাবাড়ি গ্রামের শ্যামল সেন নামক এক ব্যক্তির বাড়ির ছাদ ধসে পড়ে। অল্পের জন্য প্রাণ রক্ষা পায় পুরো পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে বাড়ির মালিক শ্যামল সেন বলেন দীর্ঘ ৬০-৭০ বছর পুরোনো এই বাড়ি।বাড়িতে চার জন সদস্য।মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে আমি প্রতিদিনের মত কাজে বার হয়ে যায়,সকালে উঠে স্ত্রী চা বানানোর সময় দেখে উপর থেকে ছাদের কিছু কিছু অংশ মাটিতে পড়ছে, সেই ভয়ে বাড়ি থেকে বার হয়ে যায়।

সেইসময় হঠাৎ করে পুরো ছাদটি পড়ে যায়।এই বাড়িতে আমার দাদুর আমলে তৈরি খুব পুরোনো হয়ে গেছে আর আমার বর্তমানে স্বার্থ নেই নতুন করে বাড়ি বানানোর।
বাড়ির ভিতরে সমস্ত জিনিস পত্র চাপা পড়ে যায়।কিন্তু বাড়ির ভিতরে কেউ ছিলো না বলে প্রাণে সবাই বেঁচে যায় না হলে খুব বড় বিপদ হয়ে যেতো,আমার ছোট একটা অনুরোধ সরকারের কাছে এই সময় আমাদের একটা মাথার ছাদের ব্যাবস্থা করে দেওয়া দিলে ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *