ASANSOLBengali News

আসানসোল জেলা কার্যালয়ে পালিত হল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে ভারতীয় জনসঙ্ঘ জনতা পার্টির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস পালিত হল আসানসোল বিজেপির জেলা কার্যালয়ে ।এদিন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করেন নেতৃত্ব বৃন্দ এদিন উপস্থিত ছিলেন। আসানসোল বিজেপির জেলা সভাপতি শিবরাম বর্মন সহ সভাপতি তাপস রায় লক্ষণ ঘড়ুই ,যুব মোর্চার অরিজিৎ রায়, নির্মল কর্মকার,কুলটির বিধায়ক অজয় পোদ্দার,কৃষ্ণেন্দু মুখার্জি, সুদীপ চৌধূরী সহ অনেকে।


এদিন শিবরাম বর্মন বলেন আজকের দিনের ১৯৫৩ সালের ২৩ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। ।তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু নিয়ে রহস্য আছে তাঁর মৃত্যু নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে সেই রহস্য উদঘাটন করতে মামলা দায়ের হাইকোর্টে মৃত্যুর তদন্ত চেয়ে কমিটি গঠনের আর্জি জানানো হয়েছে ।জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু কীভাবে হয়েছিল, তা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। আর সেই রহস্য উদঘাটন করতে তাঁর মৃত্যুর তদন্ত চেয়ে কমিটি গঠনের আর্জি জানানো হল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী স্মরজিৎ রায় চৌধুরী। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আইনজীবী জানিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ি অভিযোগ করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হোক। বিজেপির তরফে বরাবর দাবি করা হয়েছে, স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদকে চাননি নেহরু। আর সেই কারণেই নেহরুর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। ভারতবর্ষের প্রথম শিল্পমন্ত্রী ছিলেন তিনি। পরে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *