সাংসদ নিখোঁজ, পোস্টার পড়ল আসানসোলে লোকসভা কেন্দ্রে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : দুর্গাপুর পশ্চিম বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নিখোঁজ হওয়ার পোস্টার পড়ার
পরে এবার আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে নিখোঁজ থাকার পোস্টার পড়ল। আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়ার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই পোস্টারগুলি দেখা যায়। এ নিয়ে রাজনৈতিক অভিযোগ ও পাল্টা অভিযোগ শুরু হয়েছে। জামুরিয়া -১ নম্বর ব্লকে, তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায় বলেন যে পোস্টারগুলি কে বা কারা লাগিয়েছে তা তিনি জানেন না, তবে এটা সত্যি যে নির্বাচনের সময় বাবুল সুপ্রিয়কে দেখা গিয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে দরকারের সময় যখন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়োজন ছিল তখন তাকে তার লোকসভায় দেখা যায়নি। বাবুল সুপ্রিয় টাকা দিয়ে ভোট কিনে পাঁচ বছর দিল্লির সরকারে মন্ত্রী হয়ে রয়েছেন। করোনার মহামারী, ভারী বর্ষণের সময়, যশ ঘূর্ণিঝড়ের সময়েও তাঁর দেখা মেলেনি।
অন্যদিকে, সাংসদ প্রতিনিধি এবং বিজেপি নেতা সন্তোষ সিং বলেন, এমপি অফিস থেকে জনগণকে সেবা দেওয়া হচ্ছে। যেহেতু বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তাই তাকে একাধিক রাজ্যের দায়িত্ব নিতে হয়। তিনি সবসময় আসানসোলের অভাবী মানুষের সঙ্গে রয়েছেন। বাবুল সুপ্রিয়র ভাবমূর্তি নষ্ট করার জন্য এই জাতীয় প্রচার চালানো হচ্ছে।
read also प्रदेश टीएमसी सचिव ने किसे और क्यों कहा जेल जाने के लिए तैयार रहे