DURGAPURLatestNationalNewsWest Bengal

Breaking News: দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর গেটে ভাঙ্গন, বেরোচ্ছে জল

দামোদর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি

বেঙ্গল মিরর, অনির্বাণ কর্মকার, দুর্গাপুর: দুর্গাপুর দামোদর ব্যারেজের লকগেট ভাঙ্গন বিপত্তি বাড়লো। দুর্গাপুর ব্যারেজের ৩১নম্বর গেট ভেঙে এই বিপত্তি বাড়লো। জল ঢুকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশে। সেচ দফতরের আধিকারিকরা জরুরি ভিত্তিতে গেট মেরামতির উদ্যোগ নিচ্ছেন।বছর তিনেক আগে ঠিক একইভাবে দামোদর ব্যারাজের এক নম্বর লকগেট ভেঙে বিপত্তি বেঁধেছিল, সেই সময় দিন চার লেগেছিল গেটের মেরামতির কাজ শেষ করতে, গেট মেরামতির কাজ চলাকালীন ব্যাপক জল সংকট তৈরী হয়েছিল শহর দুর্গাপুরে।

দুর্গাপুর ব্যারাজের গেটে ভাঙ্গন

এইদিকে শনিবার সকালে দামোদর ব্যারাজের ৩১নম্বর গেট ভেঙে যাওয়ার খবর চাউর হতেই সকাল থেকে কৌতুহলী মানুষের ভিড় জমে যায় দামোদর ব্যারাজে, যে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে, যানজট তৈরী হয় দামোদর ব্যারাজে রোডে।

Leave a Reply