ASANSOLASANSOL-BURNPURBengali News

সেইলের শ্রমিকদের বেতন চুক্তির দাবি নিয়ে বিক্ষোভ

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়,আসানসোল: আজ (২৩-০৬-২০২১) বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ A B K Metal & Engineering Workers’ Union সহ পাঁচ শ্রমিক সংগঠন (INTUC, BMS, HMS, AITUC)-এর পক্ষ থেকে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছিল বার্নপুরের ইস্কো ইস্পাত কারখানার স্কব গেট মোড়ে । মূলত সেইলের শ্রমিকদের বেতন চুক্তি কে কেন্দ্র করে এই বিক্ষোভ সভার ডাক দেওয়া হয় । দীর্ঘ ৫৪ মাস যাবৎ শ্রমিকদের বেতন কাঠামো সংশোধন না হওয়ায় সেইলের শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় ‌।

কোভিড পরিস্থিতি হওয়া সত্ত্বেও শ্রমিকরা উৎপাদন ব্যাহত না করে কোম্পানিকে লাভের মুখ দেখিয়েছে । বিগত কয়েক মাস ধরে সেইলের বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির সাথে ম্যানেজমেন্টের বেশ কয়েকটি মিটিং হলেও তাতে সন্তোষজনক বেতন কাঠামো নির্ধারণ করা সম্ভব হয়নি । এই কারণে শ্রমিক সংগঠনগুলি আগামী ৩০শে জুন ২০২১ দেশের সমস্ত সেইলের কারখানা ও খনি উপক্রমগুলিতে ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে ।

এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিটু বার্নপুর সংগঠনের সাধারণ সম্পাদক শুভাশীষ বাসু, সৌরীন চট্টোপাধ্যায়, প্রতীক গুপ্ত, সুদীপ ব্যানার্জি, ইউসিডব্লিউইউ-এর সহ-সভাপতি পার্থ সেনগুপ্ত,
আইএনটিইউসির সাধারণ সম্পাদক হরজিৎ সিং, অজয় রায়, বিপ্লব মাজি, অতীশ সিন্হা, বিএমএস থেকে বিক্রম বর্ধন, অমিত সিং, এইচ্এমএস থেকে মহঃ কুদ্দুস খান, কুণাল কুমার, নাজমুর রহমান, এআইটিইউসি থেকে উৎপল সিংহ প্রমুখরা ।



RPF ৭৮ টি ই- টিকিট সমেত পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড থেকে ৪ জনকে গ্রেপ্তার করল
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *