ASANSOLBengali News

বাংলাকে ভাগ করার চক্রান্তের অভিযোগে বাংলা পক্ষ এর তরফে বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে এফআইআর

বেঙ্গল মিরর, কাজল মিত্র : সাম্প্রতি বিজেপির সাংসদ জনবারলার বাংলা ভাগ করার যে দাবি তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। আর সেই বিতর্কিত মন্তব্য ও বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে শুক্রবার আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ নামের এক সংগঠন।বিক্ষোভ দেখানোর পর এদিন তারা একটি স্বারকলিপিও তুলে দেন আসানসোল দক্ষিণ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে। এদিন
বাংলা পক্ষের পক্ষ থেকে অক্ষয় বন্দোপাধ্যায় বলেন, “বাংলা বিরোধী বিজেপি, সেই বিজেপি বাংলার সংস্কৃতি জানে না।

সেই বিজেপি বাংলা ভাগ করার চক্রান্ত করছে”। তিনি আরো বলেন বিজেপির এক সাংসদ সৌমিত্র খাঁ সর্ব সম্মুখে বলেছে যে পুরুলিয়া,বাঁকুড়া,জঙ্গলমহল নিয়ে আলাদা রাজ্য হবে। এবং অপর এক সাংসদ জন বারলার বলেছেন উত্তরবঙ্গ একটা আলাদা রাজ্য হবে।এই বাংলা ভাগ করার বিরুদ্ধে, বাংলাকে ভাগ করার চক্রান্ত তা আমরা করতে দেবো না। বাংলাকে রক্ষার্থে দরকার হলে তারা বুক চিরে রক্ত দিয়ে বাংলা ভাগ রাখব। কোন কিছুর বিনিময়েই তারা এই বাংলাকে ভাগ করতে দেবেনা।

Read also : Breaking : ডাম্পারে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, ব্যাপক ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *