মদের দোকান বন্ধের দাবি নিয়ে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এর স্বারকলিপি প্রদান
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সালানপুর ব্লকের অতি মহামারীর সময় মদের দোকান গুলি বন্ধের দাবি জানালেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন । শুক্রবার বার এই অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এবং এ.আই.ডি.এস.ও, এ আই ডি ওয়াই.ও এর পক্ষ থেকে সুজয়বরণ শেঠ , হেমন্ত মালিক,সংহিতা মুখােপাধ্যায় ও চন্দনা চৌধুরী সহ অনেকে সালানপুর ব্লক কার্যালয়ের সামনে হাতে ফ্ল্যাকার্স ও তাদের দলীয় পতাকা নিয়ে ব্লক আধিকারিক আদিতি বসুর কাছে স্বারক লিপি প্রদান করেন । তাদের পক্ষ থেকে সংহিতা মুখােপাধ্যায় জানান যে এই রকম করোনার অতিমারিতে মদের দোকান খুলে দিয়ে মানুষকে আরাে বিপথগামী করে তুলছে ।
লকডাউনে যখন মানুষ কাজ হারা হচ্ছে আর বেকারত্বের সীমা চরম অবস্থা পার করে গেছে সেই অবস্থায় মদের দোকান খুলে রেখে অসহায় পরিবারগুলিকে আরাে অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে সরকার।কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যেটুকু পয়সা সঞ্চিত আছে তাই দিয়ে অনেকেই মদ কিনছে এবং তা খাওয়ার ফলে পারিবারিক অশান্তি বাড়ছে । এমনকি শ্লীলতাহানি ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। তারা বলেন সমস্ত দোকানপাট নিয়ন্ত্রণ করা হলেও মদের দোকান খুলে রেখে কর্মহীন মানুষকে সম্পূর্ণভাবে নেশাগ্রস্থতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
একই সঙ্গে তারা ব্লক আধিকারিক মহাশয়াকে একটি লিখিত আকারে সরকারের কাছে দাবি জানান যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে হবে এবং তার ভিত্তিতেই ফলাফল ঘােষণা করতে হবে ।একান্তই যদি সরকার এই দাবি না মানে তাহলে পরীক্ষার্থীদের কাছ থেকে যে এনরােলমেন্ট ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়ার দাবি জানানাে হয়েছে। এবিষয়ে বিডিও অদিতি বসু জানান যে তিনি তাদের দাবি দাওয়া তার উচ্চ আধিকারিক এর কাছে পাঠিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ।
Breaking : ডাম্পারে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু, ব্যাপক ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী