Fosbecci পক্ষ থেকে পৌর প্রশাসককে করা হল সম্মানিত
বেঙ্গল মিরর, কাজল মিত্র –ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সকল প্রতিনিধি দল শুক্রবার আসানসোল পৌর কর্পোরেশনের প্রশাসক অমরনাথ চ্যাটার্জির সাথে সাক্ষাৎ করেন। এ উপলক্ষে প্রশাসক অমরনাথ চ্যাটার্জীকে ফসবেকির পক্ষ থেকে তোড়া দিয়ে সম্মানিত করা হয় ।তাছাড়া ফসবেক্কির পক্ষে বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ আলোচনা করা হয়। বাণিজ্য লাইসেন্স ফি, একক উইন্ডো এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। একই সাথে সেখানে কিছু সমস্যার সমাধান করা হয়। সকল চেম্বার অফ কমার্স এর প্রতিনিধিরা এ নিয়ে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠানে ফোসবেকি রাষ্ট্রপতি আরপি খাইতান, সাধারণ সম্পাদক শচীন রাই, বিনোদ গুপ্ত,পবন গুটগুটিয়া, হরিনারায়ণ আগরওয়াল, সঞ্জয় বাজোরিয়া, গুরুবিন্দর সিং, মনদীপ সিং লালি উপস্থিত ছিলেন।