WBTSTA সালানপুর ব্লকের পক্ষ থেকে বিধায়ককে সংবর্ধনা
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাবনি বিধায়ক কে তৃতীয় বারের জন্য বিধায়ক পদে জয়ী হবার জন্য বিভিন্ন সংগঠন ও দলের কর্মীরা
সংবর্ধনা করা হচ্ছে।এদিন শুক্রবার বারাবনি ব্লকের পাঁচগেছিয়া দলীয় কার্যালয়ে
WBTSTA সালানপুর ব্লকের পক্ষ থেকে বারাবনির বিধায়ক মাননীয় বিধান উপাধ্যায় মহাশয়কে সংবর্ধনা দেওয়া হলো। এদিন এই অনুষ্ঠানে অর্ধেন্দু রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন ।
বাংলাকে ভাগ করার চক্রান্তের অভিযোগে বাংলা পক্ষ এর তরফে বিজেপির দুই সাংসদের বিরুদ্ধে এফআইআর
মদের দোকান বন্ধের দাবি নিয়ে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন এর স্বারকলিপি প্রদান