BARABANI-SALANPUR-CHITTARANJAN

বেকার যুবকদের কাজের দাবিতে তিন দিনের ধর্ণায় বসলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের কল্যানেশ্বরীর পি.এইচ.ই দপ্তরের ঠিকাদার সংস্থার সানরাইজ,বি.টি প্রজেক্ট,ভি.পি,পি.এল.সি,বেঙ্গল কন্সট্রাকশনে অবিলম্বে স্থানীয় বেকার যুবকদের কাজের দাবিতে এবার তিন দিনের ধর্ণায় বসলেন রাজ্য যুবনেতা বিশ্বজিৎ চ্যাটার্জী। তাছাড়া ধর্ণায় তৃণমূল কংগ্রেসের সমর্থন দিতে এলেন কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আচার্য সহ স্থানীয় তৃণমূলের নেতৃত্ব।গত বছর ধরে পি.এইচ.ই দপ্তরে কর্মী নিয়োগ নিয়ে আন্দোলন নেমেছে রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী, কয়েক দিন আগে স্থানীয় বেকার যুবকদের বাদ দিয়ে তিনজন কর্মী নিয়োগ হয়েছে পি.এইচ.ই দপ্তরে সেই নিয়ে পূনরায় আন্দোলন শুরু হয়েছে।এদিন পি.এইচ.ই দপ্তরের গেটের সামনে কাজের দাবি জানিয়ে ফ্লেকার হাতে নিয়ে এই ধর্ণা কর্মসূচি শুরু হয়।


এই বিষয়ে তৃণমূললের রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন যে এখানে নিয়োগ পক্রিয়া শুরু হলে রাতারাতি বাইরের থেকে নিয়োগ হচ্ছে অথচ এই প্রজেক্টটি কুলটি বিধানসভার অন্তর্গত ১৬নম্বর ওয়ার্ডের এ দপ্তর কিন্তু এখানকার কোনো স্থানীয় বেকার দের কাজে নিযুক্ত হয়না।বারবার কতৃপক্ষর সাথে আলোচনার পরেও কিন্তু কাজের নিয়োগ পক্রিয়া ঠিক মতো হয়না তাই আমাদের দাবি প্রথমে স্থানীয় বেকার যুবকদের নিয়োগ প্রক্রিয়া করতে হবে।আজ থেকে তিন দিনের এই ধর্ণা কর্ম সূচি হবে এতে কোনো সদুত্তর না হয় তো আগামী দিনে এই অন্নশন করবো আরো বড়ো আন্দলোন গড়ে তুলবো।
এই প্রসঙ্গে কুলটি ব্লক তৃণমূলের সভাপতি বিমান আচার্য বলেন যে আমাদের পুরো সমর্থন রয়েছে যুবনেতা বিশ্বজিৎ চাটার্জীর সঙ্গে এই আন্দোলনে আরো বড় হবে যদি স্থানীয় যুবকরা কাজ না পাই আগে সুপারিশ নয় আগে স্থানীয় যুবকদের চাকরি চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *