BARABANI-SALANPUR-CHITTARANJAN

WBTPTA পক্ষ থেকে রক্তদান শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি শিক্ষক সংগঠনের পক্ষরূপনারায়ানপুর এর এক বেসরকারি ভবনে একটি রক্তদান শিবির এর আয়োজন করা হয় এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক রাজ্য সভাপতি অশোক রুদ্র,
পশ্চিম বর্ধমান জেলা সভাপতি হিমাদ্রি শেখর পাতর ,সালানপুর ব্লকের করমাধ্যক্ষ মহম্মদ আরমান ,সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং ,চিত্তরঞ্জন সার্কেল সভাপতি বিপলব মন্ডল সহ অনেকে ।এদিন এই শিবিরের শুভ সূচনা প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে হয় ।


এর পরে জেলা হাসপাতালের দক্ষ চিকিৎসক ডাঃ সঞ্জিত চ্যাটার্জি এর তত্ত্বাবধানে প্রায় ২৭ জন রক্তদাতা এই শিবিরে রক্ত দান করেন।সকল রক্ত দাতাদের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় ।তাছাড়া সকলকে পুষ্টিকর খাবার দেওয়া হয়েছিল।এ উপলক্ষে
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক রাজ্য সভাপতি অশোক রুদ্র
বলেন যে রক্তদান করা অত্যন্ত প্রশংসনীয় কাজ তাছাড়া কোরোনা মহামারীর কারনে আমাদের ব্লাড ব্যাংকে রক্তের শুন্যতা বেড়েছে আর তাই আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রতিটি জায়গায় এই রক্তদান শিবির করা হচ্ছে ।

read also আসানসোল বাজারে আগুন, দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে

read also বেকার যুবকদের কাজের দাবিতে তিন দিনের ধর্ণায় বসলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *